Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় বিদেশী মদ ও মোটরসাইকেলসহ দুই যুবক আটক
বিদেশী

কচুয়ায় বিদেশী মদ ও মোটরসাইকেলসহ দুই যুবক আটক

চাঁদপুরর কচুয়ায় তিন বোতল বিদেশী মদ ও মোটরসাইকেলসহ দুই যুবক আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার কড়ইয়া গ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এসআই মো: মামুনুর রশিদ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে তল্লাসি চালিয়ে তাদের আটক করেন। আটককৃতরা হলো, নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শোল্লা গ্রামের নুর নবী ভূঁইয়ার ছেলে সাইফুল ইসলাম সৈকত ও কুমিল্লা সদর দক্ষিনের বারপাড়া গ্রামের তোফায়েল আহমেদের ছেলে শাহনিয়াজ উদ্দিন আহমেদ।

কচুয়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা কচুয়া থানা এলাকা হতে স্বল্পমূল্যে ক্রয় করে অধিক মূল্যে বিক্রয়ের জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশী মদ ও মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।

আটককৃত আসামীদের বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৯ ডিসেম্বর ২০২৩