Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে, যাত্রী আহত
বাস

কচুয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে, যাত্রী আহত

কচুয়া-সাচার ও গৌরিপুর আঞ্চলিক সড়কে বাতাপুকুরিয়া নামক স্থানে লক্ষীপুর গামী যাত্রীবাহী একটি আল-আরাফাহ বাস (ঢাকা মেট্রো ব-১৪-৯৫৬০) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের একপাশে কাঁধ হয়ে গেছে। এ ঘটনায় বাসটির যাত্রী তরিগরি নামতে গিয়ে বেশকয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে বাতাপুকুরিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাসটি নিয়ন্ত্রন হারালে কিছুটা সময়ে যানজটে সৃষ্টি হলেও তা পরক্ষনে জানযট মুক্ত হয়।

স্থানীয়রা জানান, ইতিমধ্যে আল-আরাফাহ বাস কয়েকবার দূর্ঘটনার শিকার হয়েছে। এতে অনেকের প্রান ঝড়েছে। তাই দ্রুত এই সড়কে রাস্তা চার লেনে উন্নিত করন না করা পর্যন্ত আল-আরাফাহ, বিআরটিসি ও পদ্মা বাস বন্ধের দাবি জানিয়েছেন বিভিন্ন সময়ে স্বজনহারা পরিবারগুলো।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৫ অক্টোবর ২০২৩