কচুয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা রঘুনাথপুর বাজারের গণহত্যায় শহীদদের স্মরণে ফ্রি মেডিকল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে তিন শতাধিক রোগী চক্ষু, মেডিসিন, ডেন্টাল ও গাইনী চিকিৎসা নেয়।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন,স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার। বক্তব্য রাখেন, প্রাক্তন সিভিল সার্জন ডা. এমজি ফারুক ভুঁইয়া, রঘুনাথপুর বাজারের গণহত্যার বর্ণনা তুলে ধরেন দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত ও ইউপি চেয়ারম্যান মো. মানিক হোসেন প্রধানিয়া ও সমাজসেবক মো. জাকির হোসেন প্রধানিয়া।
সভাপতিত্ব করেন রঘুনাথপুর বাজার শহীদ স্মৃতি সংসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আবুল বাসার ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য যে, ১৯৭১ সালের ৮ সেপ্টেম্বর রঘুনাথপুর বাজারে গণহত্যার শিকার হয় মুক্তিযুদ্ধাসহ সাধারণ মানুষেরা। প্রতিবছর রঘুনাথপুর বাজার শহীদ স্মৃতি সংসদের আয়োজনে মিলাদ ও দোয়াসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,৯ সেপ্টেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur