Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় প্রধানমন্ত্রীর পক্ষে ড. সেলিম মাহমুদের ঈদ উপহার বিতরণ
প্রধানমন্ত্রীর

কচুয়ায় প্রধানমন্ত্রীর পক্ষে ড. সেলিম মাহমুদের ঈদ উপহার বিতরণ

কচুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গরীব অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন কচুয়া আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ। তিনি সোমবার উপজেলার সাচার,৭টি বিভিন্ন ইউনিয়নে নিজ উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার প্রথম দিনে প্রায় ৬ হাজার শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।

এসময় ইউএনও এহসান মুরাদ,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,ভাইস চেয়ারম্যান মাহবুব আলম,ইউপি চেয়ারম্যান মনির হোসেন,আক্কাস আলী মোল্লা,হাবিবুর রহমান,আলমগীর হোসেন,এম আখতার হোসাইন ও সাংবাদিক রাকিবুল হাসান উপস্থিত ছিলেন। এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৮ এপ্রিল ২০২৪