চাঁদপুরের কচুয়া উপজেলার কুটিয়া গ্রামে প্রবাসী মো. শুকুর আলমের মেয়ে লামিয়া আক্তার পানিতে ডুবে মারা গেছে। লামিয়া আক্তার রোববার সকালে নিখোঁজ হয় এবং তার নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় একটি জিডি করা হয়েছে।
নিহতের মামা আবু তাহের জানান, সোমবার ভোরে স্থানীয়রা বাড়ী সংলগ্ন প্রায় ৩শ’ গজ দূরে একটি ডোবায় লামিয়ার ভাসমান লাশ দেখতে পায়। তাদের ধারনা রবিরার ঘুড়ি উড়াতে গিয়ে অগোচরে লামিয়া পুকুরের পানিতে ডুবে যায়।
কচুয়া থানার ওসি মো. ইব্রাহীম খলিল জানান, নিহতের বিষয়ে পরবর্তীতে কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সার্পেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ০৩ জুলাই ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur