কচুয়া উপজেলার আটোমোড় গ্রামের অধিবাসী বৃদ্ধ আব্দুস সাত্তার দীর্ঘদিন যাবৎ অতিকষ্টে জরাজীর্ণ ঘরে বসবাস করতেন। জরাজীর্ণ ঘর নিয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর অবশেষে বিশিষ্ট সমাজসেবক দানবীর ফয়সাল চৌধুরী জীবনের প্রচেষ্টায় ঘর পাচ্ছেন ওই বৃদ্ধ।
সোমবার বিকেলে বৃদ্ধ আব্দুস সাত্তারের জন্য নতুন ঘর করার জন্য যাবতীয় সরঞ্জাম প্রদান করা হয়। সরঞ্জাম প্রদান করেন, জীবন চৌধুরী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. মোফাচ্ছেল হোসেন খান, জীবন চৌধুরী ফাউন্ডেশনের সদস্য সোলাইমান জুনু, কাদলা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রফিকুল ইসলাম রনি, যুবলীগ নেতা মিরাজ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বৃদ্ধ আব্দুস সাত্তারের ছেলে মো. মাসুদুর রহমান জানান, আমার বাবা দীর্ঘদিন যাবৎ অতিকষ্টে জরাজীর্ণ ঘরে বাস করতেন। ফয়সাল চৌধুরী জীবন ভাই আমার বাবাকে একটি ঘর উপহার দিয়েছেন, আমি জীবন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ পাক যেন ওনার মঙ্গল করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩০ অক্টোবর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur