কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের আটোমোর গ্রামে সোমবার সকালে সম্পত্তিগত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই আরব আলী ও ভাবী আয়েশা বেগম গুরুতর আহত হয়েছে। আহত আরব আলী ও তার স্ত্রী আয়েশা বেগম বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

কচুয়া হাসপাতালে চিকিৎসাধীন আহত আরব আলী জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সোমবার তার আপন ছোট ভাই লিল মিয়ার নেতৃত্বে সালাউদ্দিন ও ফাতেমা গংরা দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে কুপিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে।এসময় তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয় এলাকাবাসী জানান, প্রতিপক্ষ নীল মিয়া প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় কারনে অকারণে জমির বিরোধ কেন্দ্র করে আরব আলী মিয়া ও তার পরিবারের উপর হামলা-মামলা ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
কচুয়া প্রতিনিধি, ২০ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur