অর্থ ও জায়গা না থাকায় কবরের পাশে বসবাসকারী সেই বৃদ্ধ আব্দুস ছাত্তার মিয়ার শেষ ইচ্ছা ছিলো একটি সরকারি ঘর কিংবা ব্যাক্তি উদ্যোগে ঘর নির্মাণ। বৃদ্ধ আব্দুস ছাত্তারকে নিয়ে বিভিন্ন পত্রিকা ও অনলাইন মাধ্যমে তার শেষ ইচ্ছা বসবাসের জন্য একটি ঘর পাওয়ার আকুতি শিরোনামে সংবাদ প্রকাশের পর অসহায় আব্দুস ছাত্তারের ঘর নির্মাণ করে দেন কচুয়ার গুলবাহার গ্রামের অধিবাসী, অনুভব চৌধুরী স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ফয়সাল চৌধুরী জীবন। গত ১ মাস পূর্বে বৃদ্ধ অসহায় আব্দুস ছাত্তার ও তার স্ত্রীর বসবাসের জন্য একটি চকচকা ঘর নির্মাণ করে দেন ফয়সাল চৌধুরী জীবন।
আরও পড়ুন… কচুয়ায় জীবন চৌধুরীর সহায়তায় ঘর পাচ্ছেন আব্দুস সাত্তার
স্থানীয় অধিবাসী আটোমোড় গ্রামের বাসিন্দা ডা. মোশাররফ সরকার জানান, বৃদ্ধ আব্দুস ছাত্তার আমার গ্রামের একজন অসহায় মানুষ ছিলেন। তাকে সরকারি ও বেসরকারি উদ্যোগে একটি ঘর নির্মান করে দেওয়ার জন্য গত কয়েকবছর যাবত নানান ভাবে চেষ্টা করেছি। পরে স্থানীয় সাংবাদিক জিসান আহমেদ নান্নু’র মাধ্যমে সংবাদ প্রকাশের পর দানবীর ও সমাজসেবক ফয়সাল চৌধুরী জীবনের আর্থিক সহায়তায় মাস খানিক পূর্বে আব্দুস ছাত্তার মিয়াকে ঘর নির্মাণ করে দেওয়া হয়। কিন্তু নতুন ঘর নির্মাণ করে দেওয়া হলেও ওই ঘরে তিনি অল্প কিছুদিন বসবাস করার সুযোগ পেলেও অবশেষে মঙ্গলবার (১২ ডিসেম্বর) না ফেরার দেশে চলে যান। মঙ্গলবার রাতে জানাজা শেষে আটোমোড় গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৩ ডিসেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur