চাঁদপুরের কচুয়ার আলোচিত সালিশ বৈঠকে গৃহবধূ আকলিমা আক্তারের ওপর প্রকাশ্যে হামলাকারী প্রধান আসামী আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার চাঁদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট কার্তিক চন্দ্র দাসের আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনদণ করেন। বাদী পক্ষের আইনজীবি অ্যাড. মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য যে, গত বুধবার (৯ আগস্ট) কচুয়া উপজেলার সিংআড্ডা গ্রামে দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে সালিশ বৈঠকে আকলিমা আক্তারকে প্রকাশ্যে বেধরক মারধর করে তার প্রথম স্বামীর পক্ষের আত্মীয় (ভাসুরের ছেলে) আলমগীর হোসেন। এ ঘটনায় ভুক্তোভোগী ওই নারী কচুয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ ইউপি সদস্যসহ ৪জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১৪ আগস্ট ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur