কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নূরপুর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শনিবার সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি মো. ফখরে আলম মুন্সীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক শরীফ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন,বিদ্যালয়ের দাতা সদস্য মো. মোশাররফ হোসাইন।
বক্তব্য রাখেন, সমাজসেবক তাবারুক উল্যাহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেসবাহ উদ্দীন, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, নূরপুর কারিগর দাখিল মাদ্রাসা কমিটির সভাপতি শাহজাহান প্রধানিয়া, সহকারি প্রধান শিক্ষক মো: হুমায়ন,শিক্ষক রুহুল আমিন, শিক্ষক প্রতিনিধি আকতার হোসেন মিঠু,শাহরাস্তি উপ-সহকারি কৃষি অফিসার ইসহাক খন্দকার, ইমান হোসেন পাটওয়ারী, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন-জান্নাতুল মাওয়া মিথি প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৪ ডিসেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur