চাঁদপুরের কচুয়ায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা শনিবার সম্পূর্ণ সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ, সাচার উচ্চ বিদ্যালয়, পালাখাল উচ্চ বিদ্যালয়, গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ ও রহিমানগর বিবি উচ্চ বিদ্যালয় এ পাঁচটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার ৭০টি কিন্ডারগার্টেন থেকে বিভিন্ন শ্রেণীতে মোট ১৮শ ৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। শ্রেনী ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে প্রথম শ্রেণীর ৪শ ৩৩ জন, দ্বিতীয় শ্রেণী ৪শ৮ জন, তৃতীয় শ্রেণী ৩শ ৪৭ জন, চতৃর্থ শ্রেণী ৩শ১৬ জন ও পঞ্চম শ্রেণীর ৩শ৪৮ জন।
প্রায় একযুগ ধরে কচুয়া উপজেলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা সম্পূর্ণ নিরপেক্ষ, নকল মুক্ত, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে আসায় বেশ সুনাম কুড়িয়ে আসছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৬ নভেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur