ঈদের প্রথম দিনে চাঁদপুরের কচুয়ার কলাকোপা এপি ইকো পার্কসহ সব বিনোদন কেন্দ্রে ছিল দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। শনিবার সকাল থেকে বাড়তে থাকে সাধারন মানুষের ভিড়। সব বয়সী হাজারো নারী-পুরুষের মিলনমেলায় পরিণত হয় পুরো বিনোদন কেন্দ্র এলাকা।
বিশেষ করে সাচার কলাকোপা বিনোদন পার্ক ও কচুয়া ড. জালাল আলমগীর স্মৃতি পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো।
ঈদুল ফিতরের পর পরিবার পরিজন নিয়ে সকাল থেকে বিনোদন কেন্দ্র গুলোতে আসেন তারা। এতে করে ওই বিনোদন কেন্দ্র গুলোতে শিশুরা তাদের ইচ্ছে মতো রাইডার ঘুরতে পারছে। ঈদে পরিবার পরিজন নিয়ে বিনোদন কেন্দ্র ঘুরতে এসে অনেক আনন্দ উপভোগ করছেন বলে জানান দর্শনার্থীরা।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৩ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur