মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত নির্মম হত্যাকান্ডের শিকার শহীদ বুদ্ধিজীবীদের স্মরন করল কচুয়ার সামাজিক যুব সংগঠন আলোর মশাল।
১৪ ডিসেম্বর রাতে কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের শহীদ মিনারে যথাযথ মর্যাদায় আলোর মশালের উদ্যোগে মোমবাতি জ্বালিয়ে হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়ে দিবসটি পালন করা হয়।
আলোর মশালের সভাপতি ওমর ফারুক সায়েমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি,সংগঠনের উপদেষ্টা ওমর খৈয়াম বাগদাদী,আবুল কালাম,কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক ভৌমিক,প্রিয়েতোষ পোদ্দার,রাকিবুল হাসান,সাবেক সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু,সংগঠনের সাধারন সম্পাদক ফরহাদ বকাউল প্রমুখ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৫ ডিসেম্বর ২০২২