Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় আব্দুস সালামের মৃত্যুদণ্ডের রায় পুন:বিবেচনার দাবিতে মানববন্ধন
মৃত্যুদণ্ডের

কচুয়ায় আব্দুস সালামের মৃত্যুদণ্ডের রায় পুন:বিবেচনার দাবিতে মানববন্ধন

চাঁদপুরের কচুয়ায় আব্দুস সালামের বিজ্ঞ আদালত কর্তৃক মৃত্যুদন্ডের রায় পুন:বিবেচনার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। বুধবার উপজেলার তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সড়কের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকার বিভিন্ন শ্রেনী পেশার শতশত নারী-পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহন করে। আব্দুস সালাম তেতৈয়া গ্রামের আয়াত আলীর পুত্র। তার স্ত্রী নাজমা বেগম ২০১১ সালে ১০ অক্টোবর কেরোসিনের আগুনে পুড়ে মারা যায়। তার মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওই সময়ে ভিকটিমের ভাই সাইদুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কচুয়া থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় বিজ্ঞ আদালত গত ১২ জুন নাজমার স্বামী আব্দুস সালামের মৃত্যুদন্ডের রায় প্রদান করেন।

আরও পড়ুন… কচুয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বিজ্ঞ আদালতের রায় পূন:বিবেচনা দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মো. আবুল খায়ের,স্থানীয় অধিবাসী সফিকুল ইসলাম,আব্দুর রব প্রধান,আব্দুস সালামের মা হাতেমের নেছা,ভিকটিমের ফুফু জুলফু বেগম, সাদিয়া বেগম প্রমুখ। বক্তারা দাবি করেন, ২০১১ সালে ১০ অক্টোবর একটি মোবাইল ফোনের মেমোরি কার্ড নিয়ে আব্দুল সালাম ও নাজমা বেগমের মাঝে কথাকাটি হয়। এক পর্যায়ে রাগে অভিমানে নাজমা বেগম নিজ গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে বক্তারা বলেন।

তারা আরো বলেন, নাজমা বেগম নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুড়ে মারা যাওয়ার বিষয়ট এলাকায় সর্বজনবিধিত। নিতান্তই দরিদ্র পরিবারের সন্তান আব্দুস সালাম জেলে থাকায় অর্থাভাবে মামলা পরিচালনা করে আসতে পারেনি। উল্লেখিত রায়ের বিরুদ্ধে বিজ্ঞ হাইকোর্টে আপিলের প্রস্তুতি চলছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৪ জুন ২০২৩