Home / চাঁদপুর / ওলামা-মাশায়েখদের সম্মানে চাঁদপুর জেলা পরিষদের ইফতার
Olama-masaekh

ওলামা-মাশায়েখদের সম্মানে চাঁদপুর জেলা পরিষদের ইফতার

মাহে রমজান উপলক্ষে চাঁদপুর জেলা পরিষদের আয়োজনে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও চাঁদপুরের ওলামা-মাশায়েখদের সম্মানে ইফতার মাজহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ মে) বিকেলে চাঁদপুর শহরের নতুন বাজার বেগম জামে মসজিদে ইফতারের পূর্বে ১শ’ ১৭ জন প্রতিযোগির মধ্যে বিজয়ী ৩৯জনকে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

দোয়া ও ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী। তিনি তাঁর বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধির মাস। এ মাসে আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে। কারন আল্লাহ তায়ালা এ মাসে সবচেয়ে বেশি সওয়াব দান করবেন। ইসলাম শান্তির ধর্ম, আমরা সকলে মিলে দেশের জন্য শান্তি প্রতিষ্ঠায় কাজ করবো। আল্লাহ তায়ালা আমাদেরকে সম্পদ দান করেছেন। আর সেই সম্পদকে আমাদের যথাযথ ভাবে কাজে লাগাতে হবে। রমজান মাস যাকাত দেওয়ার সময়। কারন অন্য সময় থেকে এ মাসে যাকাত দিলে অধিক সওয়াব অর্জন করা যায়। তাই কাদেরকে যাকাত দিতে হবে সেই সম্পর্কে আমাদের ধারনা রাখতে হবে।

পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উজানী পীর সাহেব মাওলানা আশেকে এলাহী। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম, আ’লীগ নেতা অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, বাংলাদেশ বেতারের উপস্থাপক আনোয়ারুল করিম, মমিনপুর মাদ্রাসার অধ্যক্ষ মো. রাশেদ, বড়স্টেশন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি সিরাজুল ইসলাম, নুরুল কোরআন একাডেমীর পরিচালক মুফতি আমিন উল্লাহ বিন নুরী, ইসলাহুন্নিচ্ছা মহিলা মাদ্রাসার পরিচালক মো. সফিকুল ইসলাম, বেগম মসজিদ জামেয়া দারুল আমান মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাহবুবুর রহমানসহ চাঁদপুরের বিভিন্ন ওলামা-মাশায়েখবৃন্দ।

প্রতিবেদক : শরীফুল ইসলাম

Leave a Reply