Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / ওয়ারুক টুডে বাজার সুপার শপ উদ্বোধন
ওয়ারুক

ওয়ারুক টুডে বাজার সুপার শপ উদ্বোধন

শাহরাস্তির ওয়ারুক টুডে বাজার সুপার শপের শুভ উদ্বোধন করা হয়। শুক্রবার বিকালে দোয়া ও মিলাদ অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ারুকের স্থানীয় খতিব কামাল উদ্দিন হেলালি।

টুডে সুপার শপের পরিচালক মোস্তফা কাউছারের সভাপতিত্বে ও অনুষ্ঠানের সঞ্চালন করেন পরিচালক সোহেল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতের নেতা কবির হোসেন, পরিচালক আ. আউয়াল,অতিথি আবু ইউসুফ, গিয়াসউদ্দিন আখন্দসহ বাজার ব্যবসায়ীবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক, ১৭ মার্চ ২০২৩