পবিত্র ওমরাহ হজ্ব পালনের উদ্দেশ্যে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হকের দেশ ত্যাগ করেছেন। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের পথে যাত্রা করনে তিনি।
দীর্ঘ ১৫ দিনের হজ সফর শেষে চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে। দেশ ত্যাগ করার পূর্বে ফরিদগঞ্জ পৌরসভার সর্বস্তরের জনগন,আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাংখীদের কাছে বলে না যেতে পারায় দুঃখ প্রকাশ করেছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, মেয়র মাহফুজুল হক বাংলাদেশের সর্বকনিষ্ঠ পৌর মেয়র। তিনি সৌদি আরবে সফর জনিত কারনে অনুপস্থিত সময়ে নাগরিক সেবার জন্য দায়িত্ব পালন করবেন, কাউন্সিলর আব্দুল মান্নান পরান।
প্রতিবেদক : শিমুল হাছান, ১১ ফেব্রুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur