Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
ঐতিহাসিক ৭ মার্চ

মতলব দক্ষিণে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

সারা দেশের ন্যায় মতলব দক্ষিণ থানা পুলিশের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। দেশের ৬৬০টি থানায় একযোগে এই দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে গন ভবন থেকে সরাসরি সম্প্রসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ভাষন উপভোগ করা হয়।

বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতি সংগের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে বাংলাদেশ পুলিশ মতলব দক্ষিণ থানার আয়োজনে বিকাল ৪টায় থানা প্রাঙ্গনে আনন্দ উদ্যাপন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কেক কাটেন অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, জেলা কৃষক লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, মতলব সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা দেওয়ান রেজাউল করিম, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপজেলা আওয়ামী লীগ নেতা ফারুক বিন জামান, সাংবাদিক রোকনুজ্জামান রোকন প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মেহেরিন আলম।
আলোচনার পূর্বে জাতিরজনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন সম্প্রচার করা হয়।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন, ৪নং নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালূকদার, উপজেলা ফায়ার ষ্ট্রেশনের ষ্ট্রেশন অফিসার আশাদুজ্জামান, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল সরকার, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাসুদ রানা, গোলাম রাব্বানী, মতলব পৌরসভার পুনরায় নির্বাচিত কাউন্সিলর আবুল বাশার পারভেজ মিয়াজী, নবনির্বাচিত কাউন্সিলর লিয়াকত আলী সরকার, ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সারোয়ার সরকার লিখন, ৬নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সাইফুল ইসলাম মহন, ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর পিন্টু সাহা, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ১,২ ও ৩নং আসনের নবনির্বাচিত কাউন্সিলর মরিয়ম আক্তার শিখ, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের পুনরায় নির্বাচিত কাউন্সিলর জোহরা খাতুন।

প্রতিবেদক:মাহফুজ মল্লিক,৭ মার্চ ২০২১