Home / চাঁদপুর / ‘এসবি খাল উদ্ধার করা গেলে চাঁদপুর হাতির ঝিলের মতো সুন্দর হবে’
‘এসবি খাল উদ্ধার করা গেলে চাঁদপুর হাতির ঝিলের মতো সুন্দর হবে’

‘এসবি খাল উদ্ধার করা গেলে চাঁদপুর হাতির ঝিলের মতো সুন্দর হবে’

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং চাঁদপুর-হাইমচর ৩ আসনের সাংসদ ডা. দীপু মনি বলেছেন, এসবি খাল উদ্ধার করা গেলে চাঁদপুর শহর হাতির ঝিলের মতো সুন্দর হবে। এসবি খাল দখল হয়ে যাওয়ায় শহরে জলাবদ্ধতা বৃদ্ধি পেয়েছে।’

রোববার (২০ আগস্ট) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সমম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. দীপু মনি এমপি বলেন, দেশের বিভিন্ন জেলায় বন্যা শুরু হয়েছে। চাঁদপুরে বন্যার আশংক বেড়ে যাচ্ছে। এ বিষয়ে আমদের সকলকে সতর্ক থাকতে হবে। বন্যায় যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। সকার এ বিষয়ে সর্বোচ্চ নজরদারি করছেন।

তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় আমাদের সকলকে আন্তরিক হয়ে কাজ করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়নর্বোড, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সকল স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এ ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে হবে।

জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা আক্তার, হাইমচর উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জি এম শাহীন, সদর উজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা প্রমুখ।

প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ ১২ : ১৯ পিএম, ২০ আগস্ট ২০১৭, রোববার
ডিএইচ

Leave a Reply