Home / শিক্ষাঙ্গন / কুমিল্লায় এসএসসি পরীক্ষায় ১ লাখ ৮৯ হাজার ৬৬৪ জন শিক্ষার্থীর অংশগ্রহণ
Cummilla board

কুমিল্লায় এসএসসি পরীক্ষায় ১ লাখ ৮৯ হাজার ৬৬৪ জন শিক্ষার্থীর অংশগ্রহণ

বৃহস্প্রতিবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবার এসএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে ১ লাখ ৮৯ হাজার ৬ শ ৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। তার মধ্যে ছেলে ৮১ হাজার ৫শ ১৯ জন,মেয়ে এক লাখ ৮ হাজার ১শ৪৫ জন। ছেলের চেয়ে মেয়ে পরীক্ষার্থী বেশি ২৬ হাজার ৬শ ২৬ জন। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৫৫ হাজার ৩৩৪ জন, মানবিক বিভাগ থেকে ৬৯ হাজার ৪৪০ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬৪ হাজার ৮৯০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে ।

নোয়াখালী, ফেণী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় ২৭৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে । এ ৬ জেলার ১ হাজার ৭৬৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন।

কুমিল্ল­া শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীদের মধ্যে কুমিল্লা বোর্ডে সবচেয়ে বেশি শিক্ষার্থী কুমিল্লা জেলায়- ৬৫ হাজার ১৫৪ জন।

এছাড়া নোয়াখালী জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ৮১৭ জন, ফেণী জেলায় ১৮ হাজার ৫৩৯ জন, লক্ষ্মীপুর জেলায় ১৬ হাজার ৭৫৮ জন, চাঁদপুর জেলায় ২৮ হাজার ১৮৫ জন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২৮ হাজার ২১১ জন।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড.মো.আসাদুজ্জামান জানান,এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ’

সবাইকে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেয়া হয়েছে। এবার পরীক্ষায় কিছুটা ভিন্নতা আনা হয়েছে। এবছর পরীক্ষা দু’ ঘন্টায় শেষ হবে।

সকাল ১০টার পরিবর্তে বেলা ১১ টায় অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও অন্যান্য বছরের মত পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত পুলিশ, আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুছ সালাম বলেন,‘সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আধাঘণ্টা পূর্বে হলে প্রবেশ করার জন্য বলা হয়েছে। পরীক্ষা হবে দু’ঘণ্টা।’

১৬ সেপ্টেম্বর ২০২২
এজি