Home / সারাদেশ / এসএমএস করে যেভাবে জানবেন আপনার স্মার্টকার্ডের সর্বশেষ আপডেট
এসএমএস করে যেভাবে জানবেন আপনার স্মার্টকার্ডের সর্বশেষ আপডেট

এসএমএস করে যেভাবে জানবেন আপনার স্মার্টকার্ডের সর্বশেষ আপডেট

জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড দেয়া হচ্ছে বাংলাদেশের নাগরিকদের। চীপ যুক্ত এসব কার্ড অনেক এলাকায় বিতরন করা হলেও দেশের বেশিরভাগ মানুষ এখনো এ কার্ডের দেখা পায়নি।

যারা এখনো স্মার্টকার্ড পাননি তাদের মন খারাপ করার কিছু নেই। আপনি খুব সহজেই আপনার স্মার্টকার্ডের বর্তমান অবস্থা যেনে নিতে পারবেন এসএমএস করেই।

যেভাবে জানবেন আপনার স্মার্টকার্ডের অবস্থান-

এসএমএস এর মাধ্যমে:

আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SC স্পেস NID স্পেস ১৭ সংখ্যার এনআইডি নম্বর লিখে পাঠাতে হবে ১০৫ নাম্বারে। যেমন: SC NID 1994xxxxxxxxxxxxx লিখে সেন্ড করুন 105 নাম্বারে।

আর যাদের এনআইডি ১৩ ডিজিটের তারা নাম্বারের আগে জন্মসাল যোগ করে নিবেন।

আর যারা এখনো এনআইডি নাম্বার জানেন না তাদের জন্য:

SC লিখে স্পেস দিয়ে F লিখে স্পেস দিয়ে নিবন্ধন স্লিপের ফরম নম্বর লিখে স্পেস দিয়ে D লিখে স্পেস দিয়ে yyy-mm-dd ফরমেটে জন্ম তারিখ লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে।

এছাড়াও নির্বাচন কমিশনের ওয়েবসাইটের https://services.nidw.gov.bd/voter_center লিংকে গিয়ে এনআইডি নম্বর ও জন্ম তারিখ অথবা ফরম নম্বর ও জন্মতারিখ দিয়ে স্মার্টকার্ড বিতরণের তারিখ জানা যাবে।

বার্তা কক্ষ

Leave a Reply