Home / শীর্ষ সংবাদ / শাহরাস্তিতে পরীক্ষার্থী আটকের ঘটনায় এসআই প্রত্যাহার
Police
প্রতীকী

শাহরাস্তিতে পরীক্ষার্থী আটকের ঘটনায় এসআই প্রত্যাহার

চাঁদপুর শাহরাস্তি উপজেলার দেবকরা মারগুবা ড. শহীদুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাগর ইসলাম কে আটকের ঘটনায় শাহরাস্তি থানার উপ-পরিদর্শক কামাল উদ্দিনকে শনিবার (৪ ফেব্রুয়ারি) প্রত্যাহার করে চাঁপদুর পুলিশ লাইনে নেওয়া হয়েছে।

পুলিশ সুপার শামছুন্নাহার এ আদেশ প্রদান করেন। বিষয়টি থানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার (১ ফেব্রুয়ারি) এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে সকাল ১১ টায় ২০ মিনিটে এস আই কামাল উদ্দিন সাগর ইসলামকে কেন্দ্রের বাহির থেকে আটক করে । এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ ব্যাপারে ঘটনাস্থলে থাকা সিএনজি স্কুটার চালক আবুল বাসারের ছেলে বেলায়েত হোসেন ও আমির হোসেনের ছেলে আলমগীর জানায়, বেলা ১১ টা ২০ মিনিটের সময় পুলিশ তাকে ধরে নিয়ে যায়। ওই সময় পরীক্ষা চলছিল ছেলেটি সিএনজি স্টেন্ডের সামনে দাড়ানো ছিল ।

৩ ফেব্রুয়ারী দেবকরা উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলনে সাগর ইসলাম জানায়, সে পৌনে ১০ টায় কুমিল্লা জেলার বিজরা এলাকায় নানার বাড়ি থেকে পরীক্ষা দেওয়ার উদেশ্যে রওনা হয়।

সংবাদ সম্মেলনে দাবি করা হয় সে পুলিশের ভয়ের কারণে পরীক্ষা দিতে দেরিতে আসে।

বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল বাসার জানান, ‘সাগর ইসলাম ১১ টায় সময় পরীক্ষা দিতে আসলে আমি শিক্ষা কর্মকর্তাকে ফোন দেই।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ খান জানান, পুলিশ তাকে ১১ টা ৩৫ মিনিটে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসে পরীক্ষার বিধি মোতাবেক তার পরীক্ষা নেয়া যায়নি।

প্রতিবেদক-মাহবুব আলম
।। আপডটে, বাংলাদশে সময় ১১ : ৫৫ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার
এইউ

Leave a Reply