Home / সারাদেশ / এলাকাবাসীর কৌতুহল : মাটি খুঁড়তেই পিলারের সন্ধ্যান
এলাকাবাসীর কৌতুহল : মাটি খুঁড়তেই পিলারের সন্ধ্যান

এলাকাবাসীর কৌতুহল : মাটি খুঁড়তেই পিলারের সন্ধ্যান

লক্ষ্মীপুরে মাটি খুঁড়তে গিয়ে একটি প্রাচীন পিলারের সন্ধ্যান মিলেছে। এটিকে মূল্যবান ‘ম্যাগনেটিক’ পিলার বলে দাবি করেছে স্থানীয়রা।

শনিবার সকালে লক্ষ্মীপুর জেলা শহরের গেঞ্জি হাটা রোডে একটি ভবন নির্মাণে মাটি কাটার সময় নির্মাণ শ্রমিকরা প্রাচীন এ পিলারটি দেখতে পান।

এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের জানান, সকালে ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে শ্রমিকরা প্রাচীন পিলারটি সন্ধান পান।

এ খবর ছড়িয়ে পড়লে দূর-দূরান্ত থেকে লোকজন পিলারটি দেখার জন্য ঘটনাস্থলে ভিড় জমান।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, খবর পেয়ে লক্ষ্মীপুর সদর থানা পুলিশ পিলারটি উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে।

এটি ‘ম্যাগনেটিক’ পিলার কিনা, তা যাচাই বাচাইয়ের ঢাকায় সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হবে। তবে প্রাচীন এ পিলারটি ম্যাগনেটিক নয় বলে ধারনা করা হচ্ছে।

নিউজ ডেস্ক : আপডেট ৯:০০ পিএম, ৩০ জানুয়ারি ২০১৬,শনিবার

ডিএইচ