বাংলাদেশে করোনার চলমান পরিস্থিতিতে সাধারণ ছুটি আরও বাড়ছে বলে ইঙ্গিত দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তবে সেটা এবার ৪ দিনের বেশি বাড়ছে না বলে জানা গেছে।
তথ্য মতে, করোনার কারণে গত ২৬ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত টানা ছুটি চলছে। ঈদুল ফিতরকে কেন্দ্র করে ছুটি শুরু হচ্ছে ২১ মে থেকে। এর আগে ৪ দিনের জন্য সরকারি অফিস খোলা হচ্ছে না বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এসংক্রান্ত প্রস্তাবে প্রধানমন্ত্রীর সম্মতির অপেক্ষায় আছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সায় পেলে বুধবার ১৩ মে বা বৃহস্পতিবার ১৪ মে সাধারণ ছুটি বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হবে।
সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র মতে, ঈদ উপলক্ষে টানা ১০ দিনের সরকারি ছুটি দেয়ার চিন্তা করছে সরকার। এ ক্ষেত্রে ২১ মে থেকে ৩০ মে পর্যন্ত ঈদ ছুটির ঘোষণা আসতে পারে। এর মধ্যে শবেকদরসহ ২ সপ্তাহের সাপ্তাহিক ছুটি যুক্ত থাকবে।
অন্যদিকে ঈদ হতে পারে ২৫ মে। আর করোনা পরিস্থিতি ব্যাপক ধ্বংসাত্মক কোনো অবস্থানে না গেলে ১ জুন থেকে অফিস খোলার চিন্তা আছে সরকারের। তবে সব কিছুই নির্ভর করছে আগামি ২ সপ্তাহে করোনা পরিস্থিতি কোন দিকে যায় তার ওপর।
বার্তা কক্ষ , ১৩ মে ২০২০
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur