ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে সোমবার (৪ জুলাই) এতিম, অসহায় ও পথশিশুদের মাঝে স্থানীয় এক মিলনায়তনে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
ইসলামি আন্দোলন চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী শেখ মো. জয়নাল আবেদীন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘‘পথশিশুদের অবহেলার কোনো সুযোগ নেই। তারাও আমাদের এ সমাজের অংশ। অন্যান্য শিশুর মতো তাদেরও মৌলিক অধিকার রয়েছে। তাদের অধিকার রাষ্ট্রকে বহন করতে হবে। তিনি গরিব-অসহায় পথশিশুদের পাশে দাঁড়ানো জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান ।”
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. রিয়াজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ রায়হান মো. আক্তারের পরিচালনায় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন চাঁদপুর সদর উপজেলা শাখার যুগ্ম-সচিব মাওলানা হেলাল উদ্দিন, ছাত্র আন্দোলনে সাংগঠনিক সম্পাদক মো. নেছার উদ্দিন, অর্থ সম্পাদক মহিউদ্দিন মিয়াজী, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলার সভাপতি আবুল বাশার, শহর শাখার প্রশিক্ষণ সম্পাদক মো. আরিফুর রহমান প্রমুখ।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur