Home / চাঁদপুর / চাঁদপুরে ধানসহ বিভিন্ন প্রকার ৮শ’ ১৮ মেট্রিক টন বীজ বরাদ্দ
চাঁদপুরে ধানসহ বিভিন্ন প্রকার ৮শ’ ১৮ মেট্রিক টন বীজ বরাদ্দ

চাঁদপুরে ধানসহ বিভিন্ন প্রকার ৮শ’ ১৮ মেট্রিক টন বীজ বরাদ্দ

চলতি মৌসুমে চাঁদপুরে ধানসহ ৮শ’ ১৮ মেট্রিক টন বিভিন্ন প্রকার বীজ বরাদ্দ পাওয়া গেছে বলে খামার বাড়ি চাঁদপুরের বীজ বিতরণ কেন্দ্রের সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার চাঁদপুর টাইমসকে জানিয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী , চলতি মৌসুমে চাঁদপুরে বি আর ৩,১৪,১৬,২৬, ২৮, ২৯ ধান ৮শ’ মে.টন ,সরিষা বীজ সাড়ে ৬ মে.টন, মুলার বীজ ৫ শ’কেজি, মসুরিসহ সকল প্রকার বিভিন্ন শাক-শবজির বীজ ১০ মে.টন বরাদ্দ পাওয়া গেছে । বিআর ধানের ১০ কেজি ওজনের ব্যাগের খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ৩শ’ ৫০ টাকা। চাঁদপুর জেলার ৮ উপজেলায় ১শ ৩৬ জন অনুমোদিত ডিলারের মাধ্যমে ওই বীজ বিতরণের নির্দেশ রয়েছে।

চাঁদপুরের বীজ বিতরণ কেন্দ্রের সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার চাঁদপুর টাইমসকে জানান, ‘ডিলার ব্যতীত কৃষকগণ সরাসরি চাঁদপুরের বীজ বিতরণ কেন্দ্র থেকেও সরকারি নির্ধারিত মূল্যে বীজ ক্রয় করতে পারবে।’

: আপডেট, বাংলাদেশ সময় ৮:৫০ পিএম, ৩০ অক্টোবর ২০১৬, রোববার
ডিএইচ

চাঁদপুরে ধানসহ বিভিন্ন প্রকার ৮শ’ ১৮ মেট্রিক টন বীজ বরাদ্দ

About The Author

প্রতিবেদক- আবদুল গনি

Leave a Reply