চাঁদপুর শহরের ষোলঘর বিটি রোড এলাকায় (জলিল মোল্লা সড়ক) এক ফসলায় বৃষ্টিতে পানিবন্দি হয়ে যান ওই এলাকার সহ¯্রাধিক মানুষ।
সোমবার (২১ মে) ওই এলাকার জলিল মোল্লা সড়কে গিয়ে দেখা যায় কয়েকদিনের বৃষ্টিতে পানি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে সাথে ওই এলাকার বাসিন্দাদেরও ক্ষোভ বাড়ছে।
খোঁজ নিয়ে জানা যায়, ওই এলাকার প্রায় অর্ধশত বাসা-বাড়ির বাসিন্দারা ছাড়াও এ সড়কটি ষোলঘর পৌর প্রাথমিক বিদ্যালয়, ষোলঘর ওয়াপদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াতের রাস্তা হিসেবে এটি ব্যবহার করে।
এছাড়া একই রোডকে কেন্দ্র করে রয়েছে একাধিক মসজিদ ও মাদ্রাসা। এদরে সবাইকে জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে।
অনুসন্ধানে জানাা যায়, প্রায় এক যুগে রাস্তাটি তৈরি করা হলেও ওই সময় এর সাথে ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়নি। প্রথম দিকে রাস্তা দু’পাশে তেমন কোনো বাসা-বাড়ি না থাকায় জলাবদ্ধতা তৈরি না হলেও এখন রাস্তার দু’পাশে বাসা-বাড়ি নির্মাণ ও উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই হাঁটু জল হয়ে যায়।
আর এ জলাবদ্ধতা দূর হতে কয়েকদিন সময় লাগে, এর সাথে বৃষ্টির ধারাবাহিকতা থাকলে জলাবদ্ধতারও স্থায়িত্ব বেড়ে যায়।
এ বিষয়ে কথা বলার জন্যে পৌর ১৫ নং ওয়ার্ড কাউন্সির আবদুল মালেকের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।
স্টাফ করেসপন্ডেন্ট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur