Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / এক নজরে হাজীগঞ্জ উপজেলার ৬ কলেজের ফলাফল
এক নজরে হাজীগঞ্জ উপজেলার ৬ কলেজের ফলাফল

এক নজরে হাজীগঞ্জ উপজেলার ৬ কলেজের ফলাফল

হাজীগঞ্জের ৬ টি কলেজের ফলাফলে সাফল্যের ধারাবাহিকতায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে হাজীগঞ্জ মডেল কলেজই শীর্ষে অবস্থান রয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) এইচএসসি ও সমমানের পীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

প্রাপ্ত ফলাফলে হাজীগঞ্জ মডেল কলেজের পাসের হার ৯১.৩৭% । যার মধ্যে জিপিএ -৫ পেয়েছে ৬১ জন শিক্ষার্থী। সামগ্রিক ফলাফলে হাজীগঞ্জ মডেল কলেজ উপজেলায় এবং জেলায় প্রথম স্থান অর্জন করে।

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ৯শ’৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬শ’৪৫ জন। পাসের হার ৬৬.১৫%, এ প্লাস ১৩ জন।

বলাখাল মকবুল আহম্মেদ ডিগ্রি কলেছে ৩শ’৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৪ জন।পাসের হার ৩২%। এ কলেজের অবস্থান উপজেলার সবচাইতে নিচে।

ধড্ডা মোয়াজ্জেম হোসেন কলেজে ২শ’১১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২শ’১ জন। পাসের হার ৯৬%।

নাসির কোর্ট কলেজে ২শ’২০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১শ’৫৭ জন । পাশের হার ৬৯.০৯%।

কাকৈরতলা জনতা কলেজে ১শ’৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১শ’৭৬ জন। পাসের হার ৯০.৭২% ।

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৭:৩০ পিএম, ১৮ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply