মতলব উত্তর

কালিপুর স্কুল এন্ড কলেজের শহীদ মিনার উদ্বোধন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের কালিপুর স্কুল এন্ড কলেজের নিজস্ব অর্থায়নে শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে স্মৃতিতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে ৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এ মিনার উদ্ধোধন।

ভাষা শহীদদের স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এর উদ্বোধন করেন কালিপুর স্কুল এন্ড কলেজের গভার্নিং বডির শিক্ষানুরাগী সদস্য উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সলিম উল্যাহ বারি চৌধুরী সোহেল।

এ শহীদ মিনারে অত্র ইউনিয়নের সকল প্রাথমিক, কিন্ডারগার্টেন ও হাইস্কুলের শিক্ষক/শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন ভাষা শহীদদের স্মৃতিতে ফূল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে প্রতি বছর কলা গাছ দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে দিবসটি পালন করতো।

শহীদ মিনার উদ্বোধন উপলক্ষে কালিপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কালিপুর স্কুল এন্ড কলেজের গভার্নিং বডির শিক্ষানুরাগী সদস্য উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সলিম উল্যাহ বারি চৌধুরী সোহেল কলেজের গভর্নিংবডির সদস্য বশির উল্যাহ বাচ্চুসহ শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

এদিকে দিবসটি এবং শহীদ মিনারের উদ্বোধন উপলক্ষে নব-নির্মিত শহীদ মিনার ও এর আশপাশের সড়কগুলো বাংলা বর্ণমালা দিয়ে বর্নিলভাবে সাজানো হয়েছে। দিবসের প্রথম প্রহর রাত ১২টা থেকে সকাল পর্যন্ত হাজারো মানুষের ঢল নামে শহীদ মিনারে।

ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে ৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এ শহীদ মিনারটি উপজেলার মধ্যে সবচেয়ে শুন্দর এবং মনোমুগ্ধকর হওয়ায় এখানে ছিলো দর্শনার্থীদের ভীড়।

খানা মোহাম্মদ কামাল
: আপডেট, বাংলাদেশ সময় ৯: ৩০ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭, বুধবার
ডিএইচ

Share