Home / চাঁদপুর / চাঁদপুরে কৃষক একাউন্ট ২ লাখ ৫৬ হাজার
tK.....
প্রতীকী ছবি

চাঁদপুরে কৃষক একাউন্ট ২ লাখ ৫৬ হাজার

চাঁদপুর চাঁদপুরে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জেলার কৃষক একাউন্টে সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ২৪২ এবং জমাকৃত মূলধনের পরিমাণ ১০ কোটি ৪৩ লাখ ৮১ হাজার টাকা।

চাঁদপুরের সোনালী, জনতা, অগ্রণী ও কৃষি ব্যাংকের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুর জেলা কৃষি ব্যাংকের শাখা কৃষকদের ১০ টাকার অ্যাকাউন্ট সংখ্যা ১ লাখ ১৫ হাজার ২৮১টি। কৃষকদের জমাকৃত টাকার পরিমাণ হচ্ছে ৪ কোটি ৫৬ লাখ টাকা।

জনতা ব্যাংকে একাউন্ট সংখ্যা ১১ হার্জা ৬৭৬ টি। টাকার পরিমাণ ১৯ লাখ ৮২ হাজার টাকা। সোনালী ব্যাংকের ১৫টি ১ লাখ ২১ হাজার ৭৫৩ টি। জমার টাকার পরিমাণ হলো ৪ কোটি ৫৭ লাখ টাকা।

অগ্রণী ব্যাংকের ২১ শাখায় একাউন্ট সংখ্যা ৭ হাজার ৫৩২ টি। জমাকৃত টাকার পরিমাণ হচ্ছে ১০ লাখ ৯৯ হাজার টাকা।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশে শুরু থেকেই এসব ব্যাংকের বিভিন্ন শাখায় কৃষকরা সরকারি নির্দেশ মতে – ১০ টাকায় একটি ব্যাংক হিসাব করা হয়। এর লক্ষ্য ও উদ্দেশ্য ছিল- সরকারিভাবে বন্যা,মহামারী ও অন্যান্য মৌসুমে সরকারি প্রণোদনা প্রদানের ক্ষেত্রে কৃষকদের এ ব্যাংক হিসাবে প্রদান বা ব্যবহার করার ব্যবস্থা করা হয়েছে।

এ ছাড়াও একজন কৃষক তার প্রবাসী সন্তানদের রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে কিংবা এসব একাউন্ট ব্যাক্তিগত লেনদেনে ব্যবহার করতে পারবে বলে জানা যায়।

আবদুল গনি ,
১৬ জানুযারি ২০২১