১৬ ই ডিসেম্বর ২০২০। গিয়েছিলাম সংসদ ভবনের আলোকসজ্জা দেখতে। ভেবেছিলাম অন্তত এই একদিন সংসদ উন্মুক্ত থাকবে সর্বসাধারণের জন্য। জানালো এখানে সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ। ভাগ্যিস আমার সাথে আমার সংসদ সদস্যের পরিচয় পত্রটি ছিল, না হলে পায়ে হাটা আমি হয়তো ঢুকতেই পারতাম না।
অবশ্য অতিকায় অনেকগুলো গাড়ি বাধাহীনভাবে ঢুকছিল এবং বেরোচ্ছিল।
যাদের করের টাকায় এই বিশাল আলোকসজ্জা, হাজার ওয়াটের বাতি, তারা দাঁড়িয়ে আছেন গেইটের বাইরে বিস্ময়ভরা চোখ নিয়ে। তারা জানেন এখানে তারা অনাহূত, তাদের প্রবেশাধিকার নেই।
পৃথিবীর বহু দেশে পার্লামেন্ট ভবনের এলাকায় তো বটেই ভবনের ভেতরেও সর্বসাধারণের জন্য প্রবেশ উন্মুক্ত। এমনকি হোয়াইট হাউজের ভেতরে ঢোকার অনুমতি আছে সর্বসাধারণের। কবে বাংলাদেশ একটি সত্যিকার গণপ্রজাতন্ত্র হবে? হবে বৈষম্যহীনভাবে সাধারণ মানুষের? (রুমিন ফারহানার ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত)
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur