Home / কৃষি ও গবাদি / একটু বৃষ্টিতেই চাঁদপুর শহরজুড়ে হাঁটু পানি
একটু বৃষ্টিতেই চাঁদপুর শহরজুড়ে হাঁটু পানি

একটু বৃষ্টিতেই চাঁদপুর শহরজুড়ে হাঁটু পানি

একদিনের এক ফসলা বৃষ্টিতে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ জন্যে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়েছে স্কুল কলেজ পড়–য়া ছাত্র ছাত্রী ও পথচারীদের।

একই সাথে রিক্সা, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহন চলাচলে ও অনেক বিঘœ সৃষ্টি হতে দেখা যায়। শনিবার দুপুরে একঘন্টার জলাবদ্ধতা দেখা দেয়।

বৃষ্টির কারণে শহরের বিভিন্ন স্থানে আটকা পড়ে বিভিন্ন কর্মস্থলে আসা মানুষজন বৃষ্টি শেষ হওয়ার বের হতে গিয়ে আরো বিপাকে পড়তে হয়।

এরমধ্যে দেখাযায় মডেল থানার প্রবেশ মুখ হতে শুরু করে পাল বাজার গেট হয়ে কালী বাড়ি মন্দির পর্যন্ত হাটু পরিমান বৃষ্টির পানি জমে আছে।

এছাড়াও চাদপুর প্রেসক্লব সড়ক, নাজির পাড়া , পাল পাড়া, নতুন বাজার, প্রফেসার পাড়া, গুয়াখোলাসহ শহরের বিভিন্ন পাড়া মহল্লায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিভিন্ন পাড়া মহল্লায় উন্নত ড্রেনেজ ব্যাবস্থা না থাকায় কিংবা অধিকাংশ ডেনের ময়লা আবর্জনা ঠিকমতো ডেলিভারি না হওয়ায় একদিনের টানা বৃষ্টির পানি জমে শহর জুরে এমন জলাবদ্ধতা সৃষ্টির কারণ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

বর্ষা মৌসুম, আগামী দিনে হয়তোবা আরো বেশি অঝর ধারার বৃষ্টি হতে পারে তাই এখন থেকেই চাঁদপুর শহরের বিভিন্ন স্থানের ড্রেনেজ ব্যাবস্থা আরো উন্নত করার প্রয়োজন বলে তারা মনে করছেন। তাহলে আর আগামী দিনে বৃষ্টির পানি জমে শহর জুড়ে এমন ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হবে না।

একটু বৃষ্টিতেই চাঁদপুর শহরজুড়ে হাঁটু পানি

About The Author

কবির হোসেন মিজি

: আপডেট, বাংলাদেশ সময় ১২:৫০ পিএম, ২৯ মে ২০১৬, রোববার
ডিএইচ