চাঁদপুর টাইমস ডেস্ক:
ভারত-বাংলা সুস্থ ধারার সাংস্কৃতিক সম্পর্কের মৈত্রী স্থাপনকারী রাজশাহী নাটোরের আবু হেনা রনির মিরাক্কেল পর্বের একটি অসাধারণ ভিডিও চাঁদপুর টাইমস পাঠকদের জন্য দেয়া হলো। ভিডিওটিতে আবু হেনা রনিকে নির্বাক ভঙিমায় অভিনয় করতে দেখে সকলেই হাসতে থাকেন। কিন্তু শেষ পর্যায়ের উপস্থাপকের মন্তব্যে উপস্থিত দর্শক অনেকের চোখে পানি চলে আসে।
ভিডিওটি দেখার পূর্বে অভিনেতার পরিচয় জেনে নেয়া যাক। নাম তার আবু হেনা রনি, জন্মস্থান নাটোর জেলার সিংড়া থানা।
পড়াশোনাঃ স্কুলঃ বেলদহর উচ্চবিদ্যালয় । নাটোরের বরেন্দ কলেজ থেকে তিনি উচ্চমাধ্যমিক পাশ করেন। সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে এম,এ শেষ করেন ।
তার প্রিয় রং-সবুজ । শখঃ ভ্রমন
অবসরঃ বাগান পরিচর্যা ।
প্রিয় শিল্পীঃ নিয়াজ মুহাম্মাদ ও আরিফুল ইসলাম
আইডলঃ মির আফসার আলি
টিভি শোঃ মিরাক্কেল
প্রিয় ফুলঃ কদম
দেখুন সেই ভিডিওটি… (২য় ভিডিওতে তার একটি সাক্ষাতকার দেয়া আছে)
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur