চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নের নাসিরকোটের মালাপাড়া এলাকায় পুকুরে পানিতে ডুবে রোববার (৩০ জুলাই) বিকেলে একই পরিবারের চাচাত-জেঠাত ভাইয়ের করুন মৃত্যু হয়েছে।
শিশু দু’জন উপজেলার মালাপাড়া গ্রামের আ. ছাত্তারের ছেলে জুনায়েদ ও মো. মজিবের ছেলে ইয়াছিন।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে তারা দু’জন বাড়ির ওঠানে খেলা করছিল। খেলতে খেলতে সবার অগোচরে হঠাৎ তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকেরা পুকুরে শিশু দুই ভাইয়ের লাশ ভেসে উঠতে দেখতে পায়।
সেখান থেকে উদ্ধার করে শিশু দুজনকে পাশ্ববর্তী মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. তাহের শিশুদের মৃত ঘোষণা করেন।
প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ ১০ : ১৮ পিএম, ৩০ জুলাই ২০১৭, রোববার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur