Home / খেলাধুলা / এই প্রথম ১২ থাই কিশোর ফুটবলারের ভিডিও প্রকাশ
এই প্রথম ১২ থাই কিশোর ফুটবলারের ভিডিও প্রকাশ

এই প্রথম ১২ থাই কিশোর ফুটবলারের ভিডিও প্রকাশ

থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার হওয়া ১২ কিশোর ফুটবলারের হাসপাতাল থেকে ভিডিও প্রকাশ করা হয়েছে। উদ্ধার হওয়ার পর এই প্রথম তাদের ভিডিও প্রকাশ করা হলো।

ভিডিওতে দেখা গেছে, থাই কিশোররা হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কক্ষে পাশাপাশি বিছানায় বসে কিংবা শুয়ে আছে। হাসপাতালের গাউন এবং মুখে মাস্ক রয়েছে তাদের। কিশোর ফুটবলারদের একজন ক্যামেরা দেখে বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখিয়েছে।

থাই কর্তৃপক্ষ জানিয়েছে, গুহার ভেতরে দীর্ঘদিন থাকার কারণে এবং বিপদজনক উদ্ধার অভিযানের ধকল সামলাতে তাদের কিছুদিন হাসপাতালে থাকতে হবে।

কিশোরদের প্রত্যেকের প্রায় দুই কেজি ওজন কমেছে। কিন্তু তাদের শারীরিক অবস্থা ভাল ছিল। উদ্ধারের সাথে সাথেই তাদের হাসপাতালে নেওয়া হয়।

প্রসঙ্গত, এই কিশোর ফুটবলাররা ও তাদের কোচ গত ২৩ শে জুন থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় বেড়াতে গিয়ে নিখোঁজ হয়। অতিবর্ষণে গুহায় পানি বেড়ে যায়। এর ফলে তারা গুহার ভেতরে আটকা পড়ে।

ভিডিও

বিবিসি

Leave a Reply