করোনা মহামারির জন্য ২০২০ সালে’র এইচএসসি পরীক্ষা না হওয়ায় সারা দেশের ন্যায় ফরিদগঞ্জেও কোন পরীক্ষার্থী ফেল নেই। বরং সবাই পাস।
৩০ জানুয়ারি শনিবার কুমিল্লা বোর্ডের ফলাফল ঘোষণা মতে ফরিদগঞ্জ উপজেলার ৬টি কলেজে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যিক বিভাগের ১৪৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই তাদের গ্রেড অনুযায়ী পাস করেছে। তার মানে ১৪৬৯ শিক্ষার্থীর মধ্যে ১৪৬৯ পাস।
বিভিন্ন কলেজের তথ্য মতে, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারী ডিগ্রী কলেজে, বিজ্ঞানে-৮৩, মানবিকে- ৯৯, ও বাণিজ্য বিভাগে- ১১৭ জন।
গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ব বিদ্যালয় কলেজে- বিজ্ঞানে- ২০৯, মানবিকে- ১৬৬ ও বানিজ্য বিভাগে- ১৪৭ জন। চান্দ্রা কলেজে- বিজ্ঞানে-১৫, মানবিকে- ৩৬ ও বাণিজ্য বিভাগে-৯৬ জন।
গল্লাক নোয়াব আলী কলেজে- বিজ্ঞানে- ৫৮, মানবিকে- ১০৮ ও বাণিজ্য বিভাগে- ১০৫ জন।
চির্কা চাঁদপুর কলেজে- বিজ্ঞানে- ১৫, মানবিকে- ৩৬, ও বাণিজ্য বিভাগে- ৯৬ জন এবং কালির বাজার কলেজে মোট-১১০ জন শিক্ষার্থী অটো পাস করেছে।
প্রতিবেদক:শিমুল হাছান,৩০ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur