Home / চাঁদপুর / চাঁদপুরে নতুন কুঁড়ির মেহেদী উৎসব ও সাংস্বৃতিক অনুষ্ঠান
NUTUNKURI

চাঁদপুরে নতুন কুঁড়ির মেহেদী উৎসব ও সাংস্বৃতিক অনুষ্ঠান

চাঁদপুরের স্বনামধ্য ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন নতুন কুঁড়ি’র ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৮ম মেহেদী উৎসব প্রতিযোগিতা,নব-নির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ৫ নভেম্বর শুক্রবার বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেদী উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান ও নতুন কুঁড়ির উপদেষ্টা মোঃ জিতু মিয়া বেপারী।

উদ্বোধকের বক্তব্য রাখেন, চতুরঙ্গের মহাসচিব ও ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশিদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন, এভারগ্রীন ক্লাবের সভাপতি ডা. জালাল উদ্দিন রুমি।

নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভপতি অ্যাড. আবুল কালাম সরকারের সভাপতিত্বে ও পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মেহেদী উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব ও সংগঠনের উপদেষ্টা অ্যাড.নুরুল হক কমল,অনুপম নাট্যগোষ্ঠীর সভাপতি জসিম উদ্দিন খান বাবুল,মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক দিদারুল আলম,চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড.বদরুল আলম চৌধুরী,বিশিষ্ট শিক্ষানুরাগী,সমাজ সেবক ও রাজনীতিবিদ মো.বেলায়েত হোসেন বাবুল মিজি,সংবর্ধিত অতিথি বীর মুক্তিযুদ্ধা মো.শহিদুল্লাহ ভূঁইয়া,সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার,গণসংগীত শিল্পী মনোজ আচার্যী, ক্যারাতি প্রশিক্ষক মোঃ জয়নাল আবেদীন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি ইয়াকুব বিন সায়েদ লিটন,সাধারণ সম্পাদক মানসুরা আক্তার কাজলসহ বিভিন্ন সংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ। মেহেদী আঁকা প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন,আয়শা হাসান,সোমা দত্ত ও মনির হোসেন মান্না।

অনুষ্ঠানে একাধিক গুণীজনকে বিভিন্ন ক্যাটাগরিতে অবদানের জন্য সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া উৎসবে মেহেদী আঁকার উপর বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোজ্ঞ নৃত্য ও সংগীত পরিবেশন করেন নতুন কুঁড়ি সংগঠনের শিল্পীরা।

আশিক বিন রহিম, ৬ নভেম্বর ২০২১
এজি