Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / উপাদী দক্ষিণ আওয়ামী লীগের সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন
Motlob Dokkhin
প্রতীকী

উপাদী দক্ষিণ আওয়ামী লীগের সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নবায়ন কার্যক্রম রোববার (৩ ডিসেম্বর) বিকেলে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজির আহমেদ বাদল মাস্টারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম গিয়াস উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক ও সাবেক মহিলা কমিশনার আসমা আক্তার আখি।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মিজানুর রহমান তালুকদার, সহ-সভাপতি ইউসুফ পাটোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন মতলব পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক গোলাম হায়দার মোল্লা, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল খায়েরসহ উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৪০ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৭, রোববার
ডিএইচ