Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জ ১১ ইউনিয়নে কমিটি দিয়েছে উপজেলা ছাত্রদল
Faridganj-ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ ১১ ইউনিয়নে কমিটি দিয়েছে উপজেলা ছাত্রদল

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি শনিবার উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাছান মঞ্জুর ও সদস্য সচিব মো. সালাউদ্দিন আহমেদ মিঠুর যৌথ স্বাক্ষরিত পত্রে এসকল কমিটির অনুমোদন দেওয়া হয় ।

১১টি ইউনিয়নের নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকরা হলেন, ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন সভাপতি মো. নাদিম আহমেদ কিরণ, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন কাজী। ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন সভাপতি মো. ইমরান হোসেন ইমু, সাধারণ সম্পাদক মো. ফয়সাল ওয়াহিদ। ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন সভাপতি রাজু হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেদোয়ান আহাম্মেদ । ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়ন সভাপতি আতিকুর রহমান (আরমান), সাধারণ সম্পাদক মো. রাফি উদ্দিন।

৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন সভাপতি মো. ইমাম হোসেন (সুজন শেখ), সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দীন। ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন সভাপতি মো. কাউছার হোসেন (বাবলু), সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন সভাপতি মো. মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাদাত। ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন সভাপতি মো. কাউছার খান, সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি।

১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন সভাপতি শরিফ মো. সাকিব, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল। ১৫নং রুপসা উত্তর ইউনিয়ন সভাপতি মো. রাজু হোসেন, সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন। ১৬নং রুপসা দক্ষিণ ইউনিয়ন সভাপতি মো. রবিউল আলম রুবেল, সাধারণ সম্পাদক কাউছার খান।

কমিটি গঠনের বিষয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাছান মঞ্জুর বলেন, নব গঠিত কমিটির মাধ্যমে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কাঠামো দৃঢ় হবে। সাংগঠনিক শৃঙ্খলা বৃদ্ধি পাবে। উপজেলা বিএনপি সমন্বয়ক এম এ হান্নানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে তরান্বিত করবে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে বেগবান করবে।

প্রতিবেদক: শিমুল হাছান, ২৭ ফেব্রুয়ারি ২০২২