চাঁদপুরের কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান সেলিম (৫৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি ২৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার সময় তাঁর কর্মস্থল কচুয়া উপজেলা পরিষদ এলাকার সরকারি কোয়াটারে স্ট্রোক করলে তাৎক্ষনিক কচুয়া সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ তাঁর মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে যান।
তাঁর গ্রামের বাড়ি নরসিংদী জেলার বেলাবো উপজেলায় হলেও তিনি পরিবার পরিজন নিয়ে ঢাকা সেনানিবাস সংলগ্ন বাসায় বসবাস করতেন। তাঁর লাশ ঢাকায় পরিবার পরিজনের নিকট হস্তান্তর করা হয়েছে। তাঁর মৃত্যুতে উপজেলার শিক্ষক সমাজসহ অফিস পাড়ায় গভীর শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,২৩ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur