Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তির ১০ ইউনিয়নে উপকারভোগীদের মাঝে ভিজিডি কার্ড বিতরণ
উপকারভোগীদের মাঝে

শাহরাস্তির ১০ ইউনিয়নে উপকারভোগীদের মাঝে ভিজিডি কার্ড বিতরণ

চাঁদপুর শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়নে উপকারভোগী মহিলাদের মাঝে ভিজিডি কার্ড বিতরণ করা হয়েছে।

৩১ জানুয়ারি রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগীদের মাঝে এ কার্ড বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্য, উপকারভোগী মহিলা বৃন্দ।

আলোচনা সভা শেষে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভোগীদের মাঝে ভিজিডির কার্ড তুলে দেন অতিথিবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানায় ভি‌জি‌ডি কর্মসূ‌চির আওতায় ২০২১-২২ চ‌ক্রে শাহরা‌স্তি উপ‌জেলায় ১০ টি ইউ‌নিয়‌নে ১৬০১ জন উপকার‌ভোগী ম‌হিলা‌দের মা‌ঝে ভি‌জি‌ডি কার্ড বিতরণ হয়।

প্রতিবেদকঃমোঃ জামাল হোসেন,১ ফেব্রুয়ারি ২০২১