উন্নয়ন কাজে সব শ্রেণির লোকই আমার চোখে সমান : মেজর রফিক

এলাকার যে কোন উন্নয়নমূলক কাজে জাত ধর্ম নির্বিশেষে সব শ্রেণির লোকই আমার চোখে সমান। বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়মূলক কাজ হচ্ছে। কাজের জোয়ার থেমে নেই হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলাও। শিক্ষা-প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভাট, বিদ্যুতায়নসহ ব্যাপক কাজ হয়েছে এবং অব্যাহত রয়েছে।

সোমবার (৩০ মে) হাজীগঞ্জে একাধিক উন্নয়মূলক কর্মকা-ের উদ্ধোধকালে চাঁদপুর-৪ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সাংসদ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এসব কথা বলেন।

প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে দেশের সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তি মানুষের দোরগড়ায় পৌছে দিচ্ছে।বর্তমান সরকারের এতো উন্নয়ন মানুষ অতিতের কোন সরকারের সময় দেখে নাই। তাই আওয়ামীলীগ সরকারেই একমাত্র এ দেশের জীবন মান উন্নয়নের জন্য কাজ করছে।

এর আগে তিনি প্রধান অতিথি হয়ে উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের কাকুরতলা কলেজের ভিত্তিপ্রস্তুর স্থাপন,জগন্নাতপুর টু হরিপুর সড়কের উদ্ধোধন, হাজীগঞ্জ পৌরসভার ডিজিটাল সেন্টারের উদ্ধোধন, বেলচোঁ-রামচন্দ্রপুর-সমেশপুর সাড়ে ৮কি.মি নির্মিত সড়ক উদ্ধোধন,কৈয়ারপল টু সিধলা সংযোগ নির্মিত সেতুর উদ্ধোধন,রাজারগাঁও ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন এবং পূর্ব রাজারগাও তিন কি.মি. বিদ্যুৎলাইনের উদ্ধোধন করেন।

এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন,হাজীগঞ্জ শহর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, শাহরাস্তি পৌর মেয়র আব্দুল লতিফ মিয়া, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মুর্শিদুল ইসলাম,শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার সামিউল মাসুদ,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল, বাবুল পাটওয়ারী, কাকৈরতলা কলেজের প্রতিষ্ঠাতা কাজী ফয়েজ আহম্মেদ, অধ্যক্ষ আমির হোসেন পাটওয়ারী,হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.শাহআলম,শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, হাজীগঞ্জ পৌর সচিব নূর আজম বীন আক্তার, পৌর প্যানেল মেয়র রায়হানুর রহমান জনি, ১নং রাজারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হাদী মিয়া,৭নং বড়কূল ইউপি পশ্চিম এর নব নির্বাচিত চেয়ারম্যান মনির হোসেন গাজী প্রমুখ।

জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ করেসপন্ডেন্ট

: আপডেট, বাংলাদেশ সময় ১০:০০ পিএম, ৩০ মে ২০১৬, সোমবার
ডিএইচ

Share