উপজেলা সংবাদ

উন্নয়নমূলক কাজ সম্পন্ন করাই আমার মূল লক্ষ্য

জহিরুল ইসলাম জয় || আপডেট: ০৯:৫৫ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০১৫, শনিবার

হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার গণমানুষের নেতা মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেছেন, “সময়ের প্রেক্ষিতে সকল উন্নয়নমূলক কাজ সম্পন্ন করাই আমার মূল লক্ষ্য। সে অনুযায়ী উপজেলার রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসাসহ সকল সামাজিক উন্নয়নমূলক কাজ বর্তমান সরকারের সময়ে আমি করতে পেরেছি। এসব কাজ অন্য কোনো সরকার একশ’ বছর ক্ষমতা থাকলেও করতে পারবে না।”

শনিবার হাজীগঞ্জ উপজেলার বেলচোঁ উচ্চ বিদ্যালয় ও ফাজিল মাদ্রাসার নব নির্মিত ভবন উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনাসভায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বেলচোঁ মাদ্রাসার সভাপতি নাজমূল আহসান মজুমদারের সভাপতিত্বে ও বড়কূল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন মিয়াজীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাও. মিজানুর রহমান আশ্রাফী।

এর আগে তিনি হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন করেন।

এ সময় হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনউদ্দীন, শহর আওয়ামী লীগের সভাপতি মাহাবু-উল-আলম লিপন, হাজীগঞ্জ পৌর মেয়র আব্দুল মান্নান খান, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আহছান হাবিব অরুণ, উপজেলা যুবলীগের আহবায়ক জহিরুল ইসলাম মামুন, যুগ্ম আহবায়ক মাসুদ ইকবাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি, সাধারণ সম্পাদক আবু ইউছুফ মহন গাজী, শহর ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন সোহেল, সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজ¥লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিক, উপজেলা তরুণ লীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক সোহাগসহ প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তরুণ লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

Share