Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / উত্তর রাজারগাঁও ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ
রাজারগাঁও

উত্তর রাজারগাঁও ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ

হাজীগঞ্জ উপজেলার ১নং উত্তর রাজারগাঁও ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. মফিজুল ইসলামের শপথগ্রহণ সম্পন্ন হয়েছে। ৩ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক কামরুল হাসান।

শপথ নেওয়া নবনির্বাচিত চেয়ারম্যানকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে জেলা প্রশাসক বলেন, জনগণ ভোট দিয়ে আপনাকে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন। এজন্যে আপনার প্রতি আমাদের এবং জনগণের প্রত্যাশাও অনেক। কে ভোট দিয়েছে কে দেয়নি, সে দিকে না তাকিয়ে সকলকে নিয়ে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, সকল মেম্বারদের একই চোখে দেখবেন। বিশেষ করে মহিলা মেম্বারদের। গ্রাম আদালতের মাধ্যমে আপনারা মামলা নিষ্পত্তি করতে পারেন। গ্রাম আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তি করলে গ্রামের সাধারণ মানুষদের কষ্ট করে শহরে আসতে হবে না। আপনি ন্যায় বিচার নিশ্চিত করতে পারলে আপনার এলাকার আরো উন্নয়ন হবে। জন্ম নিবন্ধন, নাগরিকত্বের সনদ দেওয়ার ব্যাপারে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। নিজের এলাকা এবং আপনার অনেক বড় দায়িত্ব রয়েছে। আপনার উপর অর্পিত দায়িত্ব সততার সাথে পালন করবেন।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত সহকারি কমিশনার নিগার সুলতানা।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ ১ নং রাজারগাঁহ ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আলমগীর, আঃ জলিল, মোঃ ইকবাল, মহিলা সদস্যা নাজমা বেগম ও খাদিজা বেগম সহ এলাকার মোঃ শাহ আলম, মোঃ ওবায়েদুল উল্ল্যা, মোঃ ইমদাদুল হক রনি প্রমূখ।

শপথ গ্রহণ শেষে নব-নির্বাচিত চেয়ারম্যান মো. মফিজুল ইসলামকে জেলা প্রশাসক ফুলেল শুভেচ্ছায় বরণ করেন নেন। পরে নব-নির্বাচিত চেয়ারম্যানও জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ৩ এপ্রিল ২০২৪