প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। টেলিটক প্রি-পেইড মোবাইল দিয়ে ফল যাচাই করার আবেদন করা যাবে।
আবেদন করতে মোবাইলে ম্যাসেজ অপশনে গিয়ে আরএসসি (DPRSC) লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
প্রতি বিষয়ের জন্য ১৮০ ফি কাটা হবে। ফিরতি এসএমএস এ আবেদন ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে। আবেদনে সম্মত থাকলে ম্যাসেজে গিয়ে আরএসসি (DPRSC) লিখে স্পেস দিয়ে ইয়েস (YES) লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে নিজ মোবাইল ফোন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১২ :০০ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৭, রোববার
এইউ