চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ মো. হাসান বেপারী ( ২৭) নামে একজনকে আটক করা হয়েছে।
২১ নভেম্বর মঙ্গলবার রাত সোয়া ১১টায় চাঁদপুর শহরের বাবুরহাট মডেল টাউন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা কার্যালয় সূত্রে জানা যায়, গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো আহসানুজ্জামান লাবু সংগীয় পুলিশ সদস্যদের সহায়তায় মঙ্গলবার রাতে বাবুরহাট মডেল টাউন এলাকায় অভিযান চালায়। এসময় শহরের মিশন রোড় এলাকার চাঁন মিয়া বেপারীর পুত্র হাসান বেপারীকে ৬০ পিস ইয়াবা সহ আটক করে।
আটক হাসান বেপারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ ০৬ : ০৩ পিএম, ২২ নভেম্বর, ২০১৭ বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur