‘সড়ক পথে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলা, ট্রাফিক আইন এবং ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চতকরণে’ প্রশিক্ষণ কর্মশালায় চাঁদপুরের জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান বলেছেন, ‘একজন মানুষ আগামি ৫০ বছর পরে কোথায় অবস্থান করবে সেটি তাকে নিজের মধ্যে দেখতে হবে। এটি যে দেখতে পাবে সেই তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারবে। যে পারে না সে কোনো দিনই পারবে না।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে স্কাউট ও রোভার স্কাউট সদস্যদের নিয়ে (৭ আগস্ট) মঙ্গলবার এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্কাউটাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরা একটা ভালো জায়গায় রয়েছো। জীবনের উচ্চতায় পৌঁছাতে নিজেকে তৈরি হতে হবে। রাষ্ট্র বা সমাজকে ভালো কিছু দিতে হবে।’
প্রশিক্ষণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন,‘একজন মানুষকে সু-নাগরিক হতে হলে তাকে রাষ্ট্রের সকল বিষয় ও নিয়ম-কানুন সম্পর্কে জানতে হয়। রাষ্ট্রের নিয়ম জানা না থাকলে সে কখনোই সু-নাগরিক হতে পারে না। যারা স্কাউট করে তাদেরকে অবশ্যই রাষ্ট্রের অনেক বিষয়,নিয়ম সম্পর্কে জানা থাকতে হবে।আর এজন্য স্কাউটদের নিয়ে মাঝে মাঝে মৌলিক বিষয়ে ধারণা দেয়ার জন্যে প্রশিক্ষণের প্রয়োজন।’
জেলা প্রশাসক স্কাউট সদস্যদের উদ্দেশ্যে তিনি আরো বলেন,‘ ফ্যাশন দিয়ে কিছুই হবে না। ফ্যাশন কখনোই টিকে না। একটা সময় আমরা যে ফ্যাশন করেছি তা’এখন আর নেই। মানুষ যখন উন্মুক্ত হয়ে যায় তখন সে শুধুই সমাজের জন্য ভালো কাজ করতে চায়। ভালো কাজ করার মতো শান্তি আর কিছুতে নেই। আমরা সবাই যেনো মানুষকে ভালো এবং উন্নত সেবা দিতে পারি। সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।’
অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওচমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লা আল মাহমুদ জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, বিআরটিএর উপ-পরিচালক শেখ মো.ইমরান, টিআই নাসির উদ্দিন ভূঁইয়া, জেলা স্কাউটের কমিশনার অজয় কুমার ভৌমিক, চাঁদপুর-লক্ষ্মীপুর স্কাউটের সহকারী পরিচালক দয়াময় হাওলাদার, জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান খোকা প্রমুখ।
প্রশিক্ষণ অনুষ্ঠানে নিরাপদ সড়কের জন্যে স্কাউট সদস্যদের নিয়ে প্রতিদিন ২ ঘন্টা করে সড়কে মহড়া দেয়া হবে। এ সময় ট্রাফিক আইন সম্পর্কে চালক এবং পথচারীদের ভালোবাসা দিয়ে সচেতন করার কথা বলা হয়। এছাড়াও আগামি ঈদুল আযহাকে কেন্দ্র করে স্কাউট সদস্যদের অতিথির ন্যায় কাজ করার কথা বলা হয়।
প্রশিক্ষণে জেলা প্রশাসন, ট্রাফিক বিভাগ, বিআরটিএ ও চাঁদপুর জেলা স্কাউটের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur