খেলাধুলা

উইন্ডিজ শিবিরে সাকিবের প্রথম আঘাত

নিজের চতুর্থ ওভারের শেষ বলে কায়রন পাওয়েলকে ফিরিয়ে উইন্ডিজ শিবিরে প্রথম আঘাত করলেন সাকিব। ব্যাক্তিগত ১০ রানে রুবেল হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন উইন্ডিজ ওপেনার।

এর আগে শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জয় পেয়েছে উইন্ডিজ। টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ের পাঠিয়েছে উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। 

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলেও আত্মবিশ্বাসে কমতি নেই সফরকারী উইন্ডিজদের। অপরদিকে টেস্ট সিরিজ জিতে এগিয়ে থেকেই নিজেদের মাটিতে নামছে বাংলাদেশ। পাশাপাশি দলে ফিরেছেন দুই প্রধান শক্তি সাকিব আল হাসান ও তামিম ইকবাল। বাংলাদেশের হয়ে ২০০তম  ওয়ানডে ম্যাচ খেলতে নামা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও তাই কিছুটা নির্ভার আছেন। 
  
বাংলাদেশ সময় দুপুর ১ টায় শুরু হয় ম্যাচটি। তামিমের ওপেনিংয়ের সঙ্গী নিয়ে কিছুটা মধুর সমস্যা থাকলেও লিটন দাসকেই বেঁছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে দলে আছেন ইমরুল কায়েস ও সৌম্য সরকারও। 

বাংলাদেশের একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ:
কিরেন পাওয়েল, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রোস্টন চেজ, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, কেমো পল, কার্লোস, কেমার রোচ ও ওশানে থমাস।

বার্তাকক্ষ
৯ ডিসেম্বর ২০১৮

Share