Home / আবহাওয়া / সাত সকালে ঝড়ো বৃষ্টি
rain weather
প্রতীকী ছবি

সাত সকালে ঝড়ো বৃষ্টি

ছুটির দিনে আজ শনিবার সকালে কালবৈশাখীর ঝাপটা লেগেছে দেশের বিভিন্ন স্থানে। উত্তরাঞ্চল থেকে বয়ে আসা এই ঝড় ঢাকা বিভাগের ওপর দিয়ে চলে গেছে চাঁদপুুর,কুমিল্লা ও সিলেটের দিকে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সকালে কালবৈশাখীর বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫১ কিলোমিটার। আধা ঘন্টার কিছু বেশি সময় নিয়ে এই কালবৈশাখী রাজধানী ঢাকার ওপর দিয়ে বয়ে চলে যায় কুমিল্লার দিকে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, দেশের উত্তরাঞ্চল থেকে এই কালবৈশাখী রাজশাহী, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল হয়ে ঢাকা, ফরিদপুরের দিকে গেছে। এখনো কিছু অঞ্চলে সিলেট ও কুমিল্লার দিকে কালবৈশাখী বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, আজ ও কাল রোববার এ ধরনের ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর মধ্যে চট্টগ্রাম ময়মনসিংহ, সিলেট অঞ্চলের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল অঞ্চলের দু-এক জায়গায় দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া ডেস্ক
৬ এপ্রিল,২০১৯

Leave a Reply