Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / এমপি মায়ার সাথে দলীয় নেতাকর্মীদের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়
ঈদ

এমপি মায়ার সাথে দলীয় নেতাকর্মীদের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি, পেশাজীবীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।

ঈদের দ্বিতীয় দিন শনিবার ১৩ এপ্রিল চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বারআনী গ্রামে ছেংগারচর পৌর মৎস্যজীবি লীগের সভাপতি মোহাম্মদ হোসেন সরকার জনির ছেলে মুনাঈম হোসেন জারিফ এর সুন্নাতে খাৎনা অনুষ্ঠানে অংশ গ্রহণ করে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, স্তরের নেতাকর্মী এবং উপজেলার সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। মতলব উত্তর উপজেলার ও ছেংগারচর পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আসলে তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ও সকলের পরিবারের খোঁজ খবর নেন তিনি।

এসময় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সকল নেতাকর্মীদের খোঁজ খবর নিতে এবং অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়াতে। সে অনুযায়ী আমি সর্বদা নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি এবং আমার পরিবার মৃত্যুর আগ পর্যন্ত জনমানুষের সেবায় নিয়োজিত থাকবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এর পূর্বে উপজেলার ছেংগারচর পৌরসভার বারআনী গ্রামে ছেংগারচর পৌর মৎস্যজীবি লীগের সভাপতি মোহাম্মদ হোসেন সরকার জনির ছেলে মুনাঈম হোসেন জারিফ এর সুন্নাতে খাৎনা উপলক্ষে এক প্রীতিভোজ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। এসময় পৌর মৎস্যজীবি লীগের সভাপতি মোহাম্মদ হোসেন সরকার জনি,তার সহধর্মিনী রিমা আক্তার ও পৌর আওয়ামী লীগের নেতা মোঃ চাঁন মিয়া সরকার স্বাগত ও শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন,তাঁর সহধর্মিনী মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা মিসেস পারভীন চৌধুরী রিনা, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক ও প্রয়াত সাজেদুল হোসেন দিপু চৌধুরীর সহধর্মিনী সূবর্না চৌধুরী বিণা।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব লায়ন আরিফ উল্লাহ সরকার, উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মানিক দর্জি, আওয়ামী লীগ নেতা বোরহান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজুল হাসান রিয়াজ, মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লাভলী চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, উপজেলা যুবলীগের সদস্য হাসান মোর্শেদ আহার চৌধুরী, কলাকান্দা ইউপি চেয়ারম্যান আঃ ছোবহান সরকার সুভা, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান,ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব রুহুল আমিন মোল্লা, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোঃ চাঁন মিয়া বেপারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শাহ আলম সিদ্দিকী, মোঃ আহসান উল্লাহ হাসান, ছেংগারচর পৌর মৎস্যজীবি লীগের সভাপতি মিল্লাতুনেছা মিলি, সাধারণ সম্পাদক শিউলী বেগম, উপজেলা যুবলীগের সদস্য কামরুল হাসান মামুন, মাথা ভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মহিবুল হক চৌধুরী সুমিত, উপজেলা যুবলীগের সদস্য রুবেল মিয়া বাবু,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম রনি, এসএম সেলিম রেজা,উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি নাইমুল হাসান লাভলু, সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী, ছেংগারচর পৌর মৎস্যজীবি লীগের সহ-সভাপতি মোঃ কবির হোসেন প্রধান,ছেংগারচর পৌর আওয়ামী লীগ নেতা মোঃ খোকন প্রধান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মোসাদ্দেক হাওলাদার মামুন,ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন, উপজেলা শ্রমিক লীগ নেতা মোঃ শামীম প্রধান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক এসএম নোমান দেওয়ান,মোঃ নাজমুল হোসেন, মোঃ খোরশেদ আলম, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি শিবলী এমরান জুয়েল, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসন কাজল, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের ১ নাম্বার সদস্য সদরুল আমিন, সদস্য জোবায়ের আহম্মেদ জনি, মোহনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওয়ালী উল্লাহ, মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিখনসহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক, ১৪ এপ্রিল ২০২৪